ডিজিটাল ডেস্ক : মিউচুয়াল ফান্ড হলো যৌথ বিনিয়োগকারী ব্যবস্থা যা শেয়ার বাজার, বন্ড, সোনা ইত্যাদিতে বিনিয়োগ করে। যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাঁদের সব সময়ই ঝুঁকি নিয়ে চলতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা মনে করেন, মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত। কিন্তু বিভিন্ন তহবিলের উপদেষ্টারা মনে করেন, লগ্নিকারীদের স্বল্পমেয়াদী ফাণ্ডে বিনিয়োগ করা উচিত। এর কারণ হলো, স্বল্পমেয়াদী তহবিল সুদের হার বৃদ্ধির অনিশ্চয়তা কম প্রভাব ফেলে।
সেবি-র (SEBI) নির্দেশ অনুযায়ী, বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের ১ থেকে ৩ বছরের স্বল্পমেয়াদী স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারেন। স্বল্পমেয়াদী ফান্ডের ক্ষেত্রে সুদের হার সাধারণত মাঝামাঝি থাকে। এটিকে মাঝারি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বলা যেতে পারে। নিচে উল্লিখিত তিনটি স্বল্পমেয়াদী মিউচুয়াল ফান্ড বিনিয়োগের সেরা বিকল্প হলো :
১) HDFC শর্ট টার্ম ডেট ফান্ড
২) ICICI প্রুডেন্সিয়াল শর্ট টার্ম ফান্ড
৩) অ্যাক্সিস শর্ট টার্ম ফান্ড
আরও পড়ুন : স্মল ক্যাপ মিউচুয়াল ফাণ্ড কি