ডিজিটাল ডেস্ক: আগামীকাল রাজ্য বিজেপির (BJP) নবান্ন অভিযান। আর এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে বাড়ছে চাপানউতোর। প্রসঙ্গত, তৃণমূল (TMC) সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই নবান্ন অভিযান বিজেপির বলে জানা গিয়েছে। তবে এই নবান্ন অভিযানকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ র দাবি, নবান্ন অভিযান করতে গিয়ে বিজেপি অন্তত ১১ কোটি টাকা খরচ করছে।
এক্ষেত্রে ট্রেন ও গাড়ি ভাড়া, কর্মীদের থাকা খাওয়া এবং নগদ উপঢৌকনের কথা বলা হয়েছে। পাশাপাশি এই বিপুল অর্থ খরচার পেছনে দিল্লির ভূমিকা খুব একটা নেই বলেও উল্লেখ করা হয়েছে। বরং কিছু দলবদলু নেতার নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে তৃণমূল মুখপত্রে দাবি করা হয়েছে, এই তথ্য বিজেপির এক নেতার তরফ থেকেই এসেছে।
যদিও বিজেপির তরফ থেকে এ ধরনের দাবি পুরোপুরি মিথ্যাচার বলে একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত কালকের নবান্ন অভিযান ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। তার মধ্যে তৃণমূলের এই দাবি ঘিরে বাড়ছে জল্পনা।