ডিজিটাল ডেস্ক : কাপুর হলেন আলিয়া। সূত্রের খবর, আগামী ৬ মে দুবাইয়ে পৌঁছবেন রণবীর। অবশ্য আলিয়া পৌঁছবেন দিন-দুই দেরিতে, ৮ মে। এরপর একসঙ্গে…। আগামী ১৫ মে নব দম্পতির মুম্বইয়ে পা রাখার কথা। উল্লেখ্য, আগামী ৭ মে দুবাইয়ের একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচে যোগ দিতে চলেছেন রণবীর। সেই কারণেই তড়িঘড়ি আলিয়ার আগে সেখানে পৌঁছোনো। আর মধুচন্দ্রিমা? আলিয়া অভিনয় করছেন ‘রকি আউর রানি কি প্রেম কহানি’ ছবিতে। সেই ছবির শু্টিং চলছে সুইজারল্যান্ডে। অনুমান, সেখানেই মধুচন্দ্রিমা সারবেন রণলিয়া।
ভুলেই গেছি, আলিয়ার মঙ্গলসূত্রের কথা বলতে। এমন কী রয়েছে মঙ্গলসূত্রে?
রণবীর তখন মাত্র ১১। সেই বয়সেই নাকি প্রেমে পড়েছিলেন আলিয়া! তারপর জল গড়িয়েছে অনেক। পাঁচ বছর সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ রণ-আলিয়া। প্রশ্ন হল, কী রয়েছে আলিয়ার মঙ্গলসূত্রে? রয়েছে শুধু একটি বিশেষ নম্বর ৮। কে না জানে, ৮ হল গিয়ে রণবীরের লাকি নম্বর। শুধু কি মঙ্গলসূত্র, মেহেন্দিতেও লেখা ছিল রণবীরের নাম। বলিউডের অন্যতম কিউট কাপলের জন্য অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন : আলিয়ার বিয়ের সাজে সাজতে চান?