ডিজিটাল ডেস্ক : অশান্ত হাওড়ায় যাবার উদ্যোগ নিয়ে বেরিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। কিন্তু দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। আর তারই প্রতিবাদে তমলুকে রাস্তা অবরোধ করেছিল বিজেপি। সেই অবরোধে আটকে পড়লেন তৃণমূল (TMC) সাংসদ দিব্যেন্দু অধিকারী। জানা গেছে, তমলুকের শঙ্করআড়া বাসপুল এলাকায় মেছেদা-তমলুক রাজ্য সড়কে বিজেপি পথ অবরোধ করে রাজ্য বিজেপি সভাপতির গ্রেপ্তারের বিরোধিতায়। সেসময় সেখান দিয়ে আসছিলেন দিব্যেন্দু অধিকারী। তিনিও সাধারণ মানুষের সঙ্গেই আটকে পড়েন অবরোধে। তাঁকে অবশ্য রাস্তা করে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে তিনি এলাকা ছেড়ে যেতে চাননি বলে জানিয়েছেন। তবে দিব্যেন্দু অধিকারী জানান, এভাবে রাস্তা আটকে প্রতিবাদ-বিক্ষোভকে তিনি সমর্থন করেন না। একইসাথে নবী বিতর্কে যে অশান্তির সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে, সেই পরিপ্রেক্ষিতে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, ঐক্য বজায় রাখার কথা বলেছেন। রাজ্যে শুরু হওয়া বর্তমান অশান্তির পরিপ্রেক্ষিতে দিব্যেন্দু অধিকারির এই বক্তব্য যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
শহরতলির রেল পরিকাঠামোয় ব্যয় সংকোচন নিয়ে সরব তৃণমূল
নয়াদিল্লি: দেশের সমগ্র রেলযাত্রীর ৬৩% শহরতলীর যাত্রী, তা সত্ত্বেও শহরতলীর ট্রেন পরিকাঠামো উন্নয়নের জন্য এবারের রেল বাজেটে বরাদ্দ হয়েছে মোট...
Read more