ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন ইমরান খান কিছুদিন আগেই। আর এবার ইমরান খানের সামনে বড়সড় আইনি সমস্যা এসে দাঁড়িয়েছে। কার্যত সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা জানিয়েছেন, ধর্মদ্রোহিতার অভিযোগে ইমরান খানকে গ্রেফতার করা হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবের মদিনা শহরে গিয়েছিলেন। সে সময় কিছু ব্যক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের উদ্দেশ্যে ‘চোর’ স্লোগান দেয়। আর এই নিয়ে পাকিস্তান সরকার অভিযোগের আঙুল তুলেছেন ইমরান খানের দিকে। কার্যত পাকিস্তান সরকার ইমরান খান এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের দায়ী করে তাঁদের মধ্যে অন্তত দেড়শ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই ধর্মদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেছে। এবার পাকিস্তান আদালত কি রায় দেয়, সে দিকেই নজর থাকছে বিশেষজ্ঞদের।
কমনওয়েলথ গেমস থেকে দেশে ফেরার আগে হঠাৎ নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার
ডিজিটাল ডেস্কঃ বার্মিংহামে সবে শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। এবার সবার ঘরে ফেরার পালা। কিন্তু তার মধ্যেই দুশ্চিন্তা ঘনাল পাকিস্তানে। কারণ...
Read more