ডিজিটাল ডেস্কঃ গত দু দফাতেই কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার বিজেপির সামনে ২০২৪ লোকসভা নির্বাচন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি দেশের ক্ষমতায় এলেও সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কিন্তু আজও বিজেপিকে চিন্তায় রাখে। তবে সেই চিন্তা কমানোর কিছুটা চেষ্টা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi adityanath)।
জানা গিয়েছে, তিনি সরকারি খরচে সংখ্যালঘু ব্যক্তিদের বিয়ের ব্যবস্থা করলেন। সেক্ষেত্রে ৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই খাতে বলে জানা যায়। এখনো পর্যন্ত ১৩০০ মুসলিম দম্পতির বিয়েও দেওয়া হয়েছে সরকারি খরচে। প্রসঙ্গত জানা গিয়েছে, মুসলিম দম্পতির বিয়ের দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আলাদা করে একটি কমিটিও তৈরি করেছেন। যেসব সংখ্যালঘু দম্পতি বিয়ে করতে ইচ্ছুক তাঁরা সরকারের কাছে আবেদন জানাচ্ছে এবং তাঁদের আবেদনের ভিত্তিতে বিয়ের জন্য ৫১ হাজার টাকা করে বরাদ্দ করেছে যোগী সরকার।
প্রথম দফায় বিয়ের জন্য কনের ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে শুধু মুসলিম দম্পতি নয়, প্রসঙ্গত এই প্রকল্পে যুক্ত করা হয়েছে আর্থিকভাবে দুর্বল ও তপশিলি জাতিভুক্তরাও। সেক্ষেত্রে সরকারিভাবে বলা হচ্ছে, এখনো পর্যন্ত প্রায় ১৬ হাজার দম্পতি বিয়ে দেওয়া হয়েছে সরকারি খরচে। খুব স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর এই পদক্ষেপ ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে।