কলকাতা: সদ্য নীলাঞ্জনের সঙ্গে বিয়ে হয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর। তারপরই একটি রিয়ালিটি শোয়ে গিয়ে কপালে সিঁদুর না পড়ায় ট্রোল হতে হল জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মাধ্যমে কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। কখনও ‘আপনার শাখা সিঁদুর কোথায়’, কখনও ‘বাঙালি রীতি ভুলে গেছেন’ এমন মন্তব্য ভেসে আসে নেটিজেনদের একাংশের তরফে। এমনকী একজন প্রশ্ন করেন ‘বিয়ে করার পর স্বামী কবে মারা গেল?’ আর এই মন্তব্যে বেদম চটেছেন গায়িকা।
জনপ্রিয় ওই রিয়ালিটি শো’য়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন ইমন। সেখানে তিনি শাখা, সিঁদুর কিছুই পড়েননি। তাতেই ক্ষুব্ধ নেটদুনিয়া। সদ্য বিয়ের পর কেন তিনি এসমস্ত কিছু পড়েননি তা নিয়ে আক্রমণ শুরু করেন। তাতেই এক ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেন। সেই মন্তব্যে তিতিবিরক্ত হয়ে গায়িকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি জানতে চাই এরা কেন বেঁচে আছেন। নোংরামির একটা সীমা থাকে। এইসবে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই পোস্টের পরই গায়িকাকে সমর্থন করেন তাঁর ভক্তেরা।