ডিজিটাল ডেস্ক : গতকালই পূর্তমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক পুলক রায়(Pulak Roy)। আর মন্ত্রী হয়েই তিনি বড়সড়ো ঘোষণা করলেন। পূর্ত মন্ত্রী পুলক রায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়া হবে। এই মুহূর্তে টালা ব্রিজের দ্রুত কাজ চলছে। একই সাথে মন্ত্রী জানিয়েছেন, পুজোর আগে আলিপুরে ধনধান্যে অডিটোরিয়ামের কাজও শেষ করা হবে। প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য সেতু বন্ধ করে দেওয়া হয়। আর তারপর থেকেই দু’বছর ধরে চলছে কাজ টালা ব্রিজের। জানা গিয়েছে, নতুন টালা ব্রিজ হবে চার লেনের। পাশাপাশি দুপাশে থাকবে ফুটপাত। কার্যত মন্ত্রী পুলক রায়ের কথা অনুযায়ী কবে টালা ব্রিজ খোলে, সেদিকেই নজর থাকছে রাজ্যবাসীর।
‘ভাবমূর্তি পুনরুদ্ধারে নেমেছেন মমতা’, কটাক্ষ অধীরের
বহরমপুর: ভাবমূর্তি পুনরুদ্ধারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর...
Read more