ডিজিটাল ডেস্ক: রাজ্যে একাধিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। একাধিক হেভিওয়েট গ্রেপ্তার হলেও তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি। আর তাই নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। প্রসঙ্গত এদিন এজলাসে উপস্থিত সিবিআই আইনজীবীকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, “সিবিআই কতদিনে তদন্ত শেষ করবে? লোক বানানোর ব্যবস্থা করুন।”
প্রসঙ্গত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও সিবিআইকে একাধিক মামলায় তদন্ত করা নিয়ে প্রশ্ন করেছেন। প্রসঙ্গত, তদন্ত শুরু হলেও তার গতিপ্রকৃতি কোন এক জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছে বলেই মনে করা হচ্ছে। আর সেই পরিপ্রেক্ষিতে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত এই ধরনের অভিযোগ কিন্তু একবার নয় বারবার সিবিআইয়ের বিরুদ্ধে উঠেছে। একইভাবে আজকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযুক্তদের এজলাশে আনা হয় এবং সেখানেও বিচারপতি সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন।
অবশ্য একই অভিযোগ দীর্ঘদিন ধরেই অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকেও তোলা হয়েছে। তবে সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত দ্রুত শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি আদালতে তদন্তের গতি প্রকৃতির রিপোর্ট জমা দেওয়া হবে। স্বাভাবিকভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিছুটা হলেও যে অস্বস্তির মুখে, তা বলাইবাহুল্য।