ডিজিটাল ডেস্ক : ইস্টবেঙ্গল এবং ইমামীর মধ্যে যে চুক্তি হতে চলেছে, সে কথা এতদিনে সবার জানা। তবে সেই চুক্তি এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। কবে চুক্তি ফাইনাল হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল এবং ইমামী গ্রুপের মধ্যে চুক্তি এই মাসে আর না হওয়ার সম্ভাবনাই বেশি। কার্যত ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে, ইমামি গ্রুপ যে চুক্তিপত্রটি ইস্টবেঙ্গলের কাছে পাঠিয়েছিল, সেটি আইনজীবীদের কাছে দেওয়া হয়েছিল এবং সেটি আবার ইস্টবেঙ্গল ইমামি গ্রুপের কাছে পাঠিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সই করতে দেরি হবে। কারণ পয়লা জুলাই ইমামি গ্রুপের একটি অনুষ্ঠান রয়েছে। এবং সেই অনুষ্ঠানের পরেই চুক্তি নিয়ে ইমামি গ্রুপ কথাবার্তা বলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে সর্বদাই তুলনা চলে। এখনও পর্যন্ত মোহনবাগান যেখানে একের পর এক বড় খেলোয়াড়দের সই করাচ্ছে, সেখানে ইস্টবেঙ্গল এখনো বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তিটুকুও করে উঠতে পারেনি। খুব স্বাভাবিকভাবেই সমর্থকদের চিন্তা বাড়ছে। আপাতত ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের চুক্তি কবে হয় সে দিকেই নজর থাকছে ক্রীড়া বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : মেদিনীপুরের মাঠে হয়ে গেল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ