ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলে কিন্তু মাওবাদীদের প্রভাব বাড়ছে বলে অনেকেই মনে করছেন। বিগত কয়েক দিন যাবত জঙ্গলমহল জুড়ে একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছে। আজকে বাঁকুড়ার বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে মাওবাদী পোস্টার সাঁটানো দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগেই জঙ্গলমহলে বনধ ডাকে মাওবাদীরা। আর সেই সূত্রে মাওবাদীদের একাধিক পোস্টার চোখে পড়েছে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায়। কে বা কারা এই পোস্টার দিচ্ছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ঠিকই। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের হাতে কোনো সূত্র আসেনি। বারংবার জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের পোস্টার পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেস সরকার বারবার দাবি করে আসছে জঙ্গলমহলে যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই সেখানে মাওবাদী বলে কিছু নেই। বিজেপি আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা বারবার ঘটছে বলে দাবী করছে। তবে শুধু জঙ্গলমহল নয়, উত্তর ২৪ পরগনার বারাসাত অঞ্চলেও কিন্তু বেশ কয়েকটি মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। কার্যত রাজ্যে মাওবাদী পোস্টার উদ্ধার হওয়া নিয়ে ইতিমধ্যেই বেড়েছে চাঞ্চল্য।
আরও পড়ুন: আইনশৃঙ্খলার অবনতি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল ৫ বেসরকারি স্কুল