উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচ জিতে নিল ভারত। মঙ্গলবার ইন্দোরে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ভারত (India)। ১২ বছর পর একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ, ঘরের মাঠে ৩-০ তে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ৯০ রানে যেতে ভারত।
ভারতের জয়ের আসল কান্ডারী দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমন গিল। ইন্দোরের মাটিতে এদিন ফের আরও একটি ঝকঝকে শতরান উপহার দিলেন শুভমন। অপরদিকে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের শতরান বাঁচাতে পারল না এদিনের ম্যাচ। ১০০ বলে ১২৮ রান করে আউট হন নিউজিল্যান্ডের ওপেনার।
এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। শুরু থেকেই শুভমন এবং রোহিত দ্রুত রান তুলতে শুরু করেন। একের পর এক বল বাউন্ডারির বাইরে যায়। ১০ ওভারে ৮২ রান তুলেফেলে ভারত। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইন্দোরের ছোট মাঠ সঙ্গে নিউজিল্যান্ডের নির্বিষ বোলিং-এর ফয়দা নিতে ভুল করেননি ভারতের দুই ওপেনার। রোহিত করেন ১০১ রান। শুভমন ১১২ রান করেন। তাঁদের দাপটেই বড় রানের গড়ে ভারত। তিন নম্বরে নেমে এদিন বিরাট কোহলি ৩৬ রান করেন। ঈশান কিশন ১৭ রানে রান আউট হয়ে যান। সূর্যকুমার যাদব ১৪ রান করে আউট হয়ে যান। শেষ বেলায় ৩৮ বলে ৫৪ করলেন হার্দিক। ৫০ ওভারে ভারত সংগ্রহ করে ৩৮৫ রান। যে ভাবে শুরু করেছিল ভারত তাতে ৪০০ রান পার করে যাবে বলেই মনে করা হচ্ছিল।
৩৮৬ রান তাড়া করতে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন কনওয়ে এবং হেনরি নিকোলস। ৪২ রানে নিকোলস ফেরেন কুলদীপের বলে। এর পর ড্যারিল মিচেলের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে ম্যাচের রাশ ধরার চেষ্টা করেন কনওয়ে। কিন্তু তিনি উমরান মালিকের বলে কনওয়ে আউট হতে নিউজিল্যান্ডের আশা শেষ হয়ে যায়। কনওয়ে করে ১৩৮ রান। পরের দিকে কোনও ব্যাটারই বিরাট রান তোলার মতো লড়াই দিতে পারেননি। সবকয়টি উইকেট হারিয়ে ৪১.২ বলে ২৯৫ রান করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন শার্দূল ঠাকুর ও কুলদীপ। ম্যাচের সেরা শার্দূল ঠাকুর।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : শুটআউটে পরাস্ত! নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ হকি থেকে বিদায় ভারতের