উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়েই। এনিয়ে ইতিমধ্যে সব দেশকেই সতর্ক করেছে হু। যদিও করোনা ভাইরাসের এই নয়া প্রজাতির ভয়াবহতা এখনও সম্পূর্ণরূপে জানা সম্ভব হয়নি। এক্ষেত্রে একনজরে দেখে নেওয়া যাক সঠিক কি জানিয়েছে হু।
হু’র মতে, বিগতদিনে যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, এমন ব্যক্তিরা সহজেই করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। করোনাভাইরাসের ডেল্টা অথবা অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক কি না তা এখনও স্পষ্ট না হলেও আরটি-পিসিআর পরীক্ষা এই রূপকে চিহ্নিত করতে সক্ষম বলে জানিয়েছে হু। এছাড়াও করোনা মোকাবিলায় বিভিন্ন ভ্যাকসিনের ওপর এই ভাইরাসের প্রভাব কতটা তা জানার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে স্পষ্ট করেছে হু। করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট আরও জটিল রোগ ঘটাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। করোনার অন্য রূপে আক্রান্ত হলে যে সব উপসর্গ দেখা যায়, তার থেকে আলাদা কোনও উপসর্গ ওমিক্রন ডেকে আনছে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, কোভিডে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়া বেড়েছে। কিন্তু সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই রোগীর সংখ্যা বৃদ্ধি। কেবলমাত্র ওমিক্রনের জন্য এই বৃদ্ধি কি না, তা বলার পর্যাপ্ত তথ্য এখনও নেই বলে মত হু-র।