ডিজিটাল ডেস্ক : এবারের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে(Quatar)। এবং দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে বিশ্বকাপ শুরুর পর। ইতিমধ্যে বিশ্বকাপের মঞ্চে একাধিক অঘটন ঘটতে দেখে নিয়েছে সবাই। আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি, জার্মানিকে হারিয়েছে জাপান। আর্জেন্টিনা অবশ্য গতকালের ম্যাচে ২-০ গোলে হারিয়ে দিয়েছে মেক্সিকোকে। যা নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস চরমে।
আজকে বিশ্বকাপের মঞ্চে চার চারটি রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে। আজ জাপান নামতে চলেছে কোস্টারিকার বিরুদ্ধে। জার্মানিকে হারিয়ে দিয়ে জাপান এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে। অন্যদিকে কোস্টারিকা কিন্তু প্রথম ম্যাচ হেরে গিয়েছে স্পেনের কাছে। স্বাভাবিকভাবেই জাপান কিছুটা এগিয়ে শুরু করছে। এই ম্যাচের পরে থাকছে বেলজিয়াম এবং মরক্কোর ম্যাচ। তৃতীয় ম্যাচে নামবে কানাডার বিরুদ্ধে ক্রোয়েশিয়া। এবং সবথেকে রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে রবিবার মাঝরাতে। মুখোমুখি হবে দুই শক্তিশালী দল স্পেন এবং জার্মানি।
বলার অপেক্ষা রাখে না এই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। আর্জেন্টিনা ফিরে পেয়েছে তাঁদের আত্মবিশ্বাস। জয়ের পর আর্জেন্টিনার অন্যতম ফুটবলার মেসি সাংবাদিক সম্মেলন করে জানান, মানুষ যেন তাঁদের ওপর বিশ্বাস রাখেন। আগামী দিনে বিশ্বকাপের মঞ্চে কি কি হতে চলেছে, তাই নিয়ে বাড়ছে কৌতূহল। নজর থাকবে অসংখ্য ফুটবলপ্রেমী দর্শকদের।