উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক হবে করোনার নয়া স্ট্রেন! প্রাণহানিও বাড়বে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিশ্ব। এখনও বিশ্বের একাধিক দেশে নতুন করে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে। ওমিক্রনের মিউটেশন হয়ে এসেছে নতুন আরেক রূপ। ইতিমধ্যেই যা ছড়িয়ে পড়ছে ইউরোপে। গোটা বিশ্বে তা ছড়িয়ে পড়ার আগেই সতর্ক বার্তা দিল হু।
হু এর বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কার্কোভ জানান, আপাতত বিশ্ব থেকে করোনা বিদায়ের কোনও সম্ভাবনা নেই। কোভিডের আরও নতুন স্ট্রেনের আবির্ভাব ঘটতে চলেছে। যা ওমিক্রনের থেকে আরও বেশি ভয়ংকর। করোনার পরবর্তী প্রজাতিটি হার মানাবে ওমিক্রনকেও। আরও দ্রুত গতিতে ছড়াবে সেই স্ট্রেন। এমনকী এই ভাইরাসে আরও বেশি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। যারা ভ্যাকসিন নেননি, তাঁদের মাধ্যমেই ছড়িয়ে পড়বে সংক্রমণ। রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তাঁদের উপরই গভীর প্রভাব ফেলবে নয়া স্ট্রেন।