ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৬ শে জুন উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভার (Panihati Municipality) ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন হতে চলেছে। উল্লেখযোগ্যভাবে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়ে গিয়েছিলেন গত মার্চ মাসে। খুব স্বাভাবিকভাবেই এই ওয়ার্ডে উপনির্বাচন প্রয়োজনীয় হয়ে উঠেছে। উপনির্বাচন নিয়ে অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত অত্যন্ত আশাবাদী ভাবে জানান, যদি তিনি সুযোগ পান তাহলে এই নির্বাচনে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর কাজের মাধ্যমেই তিনি অনুপম দত্তকে বাঁচিয়ে রাখবেন। দলের তরফ থেকে অবশ্য এখনো পর্যন্ত পানিহাটি ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেক্ষত্রে দল কার নাম ঘোষণা করবে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার সিদ্ধান্ত নিয়ে কি বলছেন সুজন, শমীকরা?