ডিজিটাল ডেস্ক: এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partho Chatterjee)। তিনি এই মুহূর্তে রয়েছেন জেল হেফাজতে। তবে আজকে তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এবং তিনি আবারও আদালতে উঠছেন। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে থাকছেন সুবীরেশ ভট্টাচার্য সহ আরও সাতজন। জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বার করে আদালতে নিয়ে যাওয়ার পথে বরাবরের মতন তিনি আবারও মন্তব্য করেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে।
প্রসঙ্গত জানা গিয়েছে, তিনি যখন আদালতের পথে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে উঠতে যান সেই সময় সাংবাদিকদের তরফ থেকে তাঁকে জিজ্ঞাসা করা হয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোন দল জয় পাবে বাংলায়? এবং পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এবারের পঞ্চায়েত ভোটেও জিতবে তৃণমূল। এই মুহূর্তে অবশ্য তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বেশ কিছুদিন যাবৎ পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি জেলে। তবে পার্থ চট্টোপাধ্যায় দলের পাশেই রয়েছেন বলে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন।
আজকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহাদেরও আলিপুর আদালতে তোলা হচ্ছে। দুপুরেই শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে আজকে জামিনের আবেদন করা হবে। যা সিবিআই আটকাতে প্রবল চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।
সিবিআইয়ের তরফ থেকে বলা হচ্ছে, যদি পার্থসহ ধৃত সাতজনকে জামিন দিয়ে দেওয়া হয়, তাহলে তাঁরা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এমনকি প্রমাণ লোপাটের আশঙ্কাও থাকছে বলে মনে করছে সিবিআই। তবে আদালত কি সিদ্ধান্ত নেবে সেটাই দেখার। অন্যদিকে রাজনৈতিক মহলে পার্থ চট্টোপাধ্যায়ের পঞ্চায়েত ভোট সংক্রান্ত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
আরও পড়ুন: Rahul Sinha | বাংলার নরেনই গুজরাতের নরেন্দ্র মোদি! দাবি বিজেপি নেতা রাহুল সিনহার