উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Corruption Case) এবার বিস্ফোরক বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Bose)। বুধবার আদালতে পেশ করা সিবিআইয়ের রিপোর্ট খতিয়ে দেখন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপরই বৃহস্পতিবার সিবিআইকে ডেকে পাঠান তিনি। রিপোর্ট দেখে বিচারপতি বসু এতটাই ক্ষুব্ধ যে তিনি মন্তব্য করেছেন গোটা প্যানেলই বাতিল করা উচিত। বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দেয় সিবিআই। গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেও রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি জানান, এটা হিমশৈলের চূড়া মাত্র, গোটা হিমশৈল জলের নিচে আছে। ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘এরা শিক্ষক ? এরা সমাজ গড়ে? এরা অন্য কোন পেশায় নেই। ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে। জিজ্ঞাসা করবে এরা কেমন শিক্ষক? আমি জানিনা এর শেষ কোথায়।’
স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতির পরামর্শ, ‘আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা উচিত। দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আমিও তাতে শামিল।’ আগামী ১৮ নভেম্বর সিবিআইয়ের ফের রিপোর্ট তলব করেছে হাই কোর্ট। ওইদিন এই মামলার পরবর্তী শুনানি।