ডিজিটাল ডেস্কঃ সলমন খান এরকমই প্রশ্ন করেন কেজিএফ অভিনেতা যশকে। তাতে যশ বলেন, ‘আমাদের ছবিও আগে দেশের অন্য প্রান্তে চলত না। পরে দর্শক আমাদের গল্প, ছবি বানাবার পদ্ধতি, অভিনয় সম্বন্ধে ধারণা করতে পেরেছেন। ফলে তাঁরা আমাদের ছবি দেখছেন। এখন প্রভাস, রাজামৌলি স্যার ওঁদের কাছে পরিচিত। রাতারাতি কিছু হয়নি। বলিউডের নির্মাতারাও দক্ষিণে গেছেন, ওঁদের ছবিরও দর্শক দক্ষিণে আছে। তবে আমি বলব, আমাদের দেশে সংস্কৃতিগত মতভেদ আছে এবং সেগুলোই আমাদের শক্তি হওয়া উচিত, দুর্বলতা নয়। হিট ছবির জন্য ভালো গল্প খুব দরকার। তাছাড়া ভালো প্রোডাকশন হাউস এবং সেইরকম স্টারও দরকার যাঁরা সারা দেশে ছবি বিক্রি করতে পারবেন।
প্রসঙ্গত, যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপটার ২’ আগামী ১৪ এপ্রিল সিনেমা হলে আসছে। ছবিতে যশ ছাড়া সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজ প্রধান ভূমিকায়।
আরও পড়ুনঃ শুরু অনুষ্ঠান, পয়লা বৈশাখেই চারহাত এক হতে চলেছে রণবীর-আলিয়ার