ডিজিটাল ডেস্ক : আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম শতবার্ষিকী। কবিগুরুকে স্মরণ করে রাজ্যের বিভিন্ন জায়গায় রবীন্দ্রজয়ন্তী পালন করা হচ্ছে। পাশাপাশি আজকে সংসদে সেন্ট্রাল হলেও রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হয়। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। আর তাই নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কার্যত অন্যান্যদের সাথে বাংলার ১৬ জন বিজেপি সাংসদদের দিকেই অভিযোগের তীর রেখেছেন তিনি। জানা গিয়েছে, অন্যান্য দলের মন্ত্রী বা পরিষদীয় মন্ত্রী, সাংসদ কেউই আজকে উপস্থিত ছিলেন না। তবে সুখেন্দু শেখর রায়ের অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন : পুরাতত্ত্ব বিভাগের বড় সাফল্য, মাটির তলায় খোঁজ মিলল প্রাচীন ঘরবাড়ির