ডিজিটাল ডেস্ক : জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ। কিন্তু সেই শুনানি একদিনের জন্য পিছিয়ে গেল। কারণ হিন্দুপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট হরিশংকর জৈন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। আর তাই তিনি সুপ্রিম কোর্টে (Supreme court) আবেদন করেন, যাতে শুক্রবার পর্যন্ত মামলাটি স্থগিত রাখা হয়। সেই আর্জি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ এলাকায় থাকা হিন্দু মন্দিরে পুজো করার অনুমতি চেয়ে মামলা হয়েছিল। সোমবার সেখানে আরেকটি মামলায় নিম্ন আদালত মসজিদ চত্বরে কুয়ো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। জানা গিয়েছে, সমীক্ষা চলাকালীন ঐ কুয়ো থেকে একটি শিবলিঙ্গ উদ্ধারের জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পাশাপাশি মুসলিমদের প্রার্থনায় যাতে কোনরকম সমস্যা না হয় সেদিকেও নজর রাখা কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আপাতত শুক্রবার সুপ্রিম কোর্টে জ্ঞানবাপী মসজিদ মামলায় নতুন কোনো বিতর্ক তৈরি হয় কিনা, সেদিকে নজর থাকছে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : জ্ঞানবাপী মসজিদ বিতর্কে এবার হস্তক্ষেপ মুসলিম ল বোর্ডের