উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বামীকে খুন করে তাঁর মাথা কেটে নিয়ে থানায় আত্মসমর্পণ করল স্ত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম বসুন্ধরা (৫০)। তার স্বামী রবিচন্দর (৫৩)। বৃহস্পতিবার স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন মহিলা।
জানা গিয়েছে, অভিযুক্ত ও তার স্বামীর ২৫ বছরের বৈবাহিক সম্পর্ক। তাদের ২০ বছরের একটি ছেলেও রয়েছে। তবে কিছুদিন ধরেই ওই দম্পতির মধ্যে সমস্যা চলছিল। বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে বলে স্বামীকে সন্দেহ করত অভিযুক্ত মহিলা। অবশেষে গতকাল তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতির পর্যায় পৌঁছোয়। মহিলা প্রথমে তার স্বামীকে ছুরি দিয়ে আঘাত করে এরপর মাথা কেটে নেয়। সেই কাটা মাথা প্লাস্টিকে মুড়ে অটোতে করে থানায় নিয়ে যায় মহিলা। মাথা হাতে নিয়েই পুলিশের সামনে আত্মসমর্পণ করে সে।
আরও পড়ুন : করোনা মোকাবিলায় সপ্তাহে একদিন বাজার বন্ধ তুফানগঞ্জে