ডিজিটাল ডেস্ক: গার্হস্থ্য হিংসা শব্দটি শোনামাত্রই মহিলাদের ওপর পুরুষদের অত্যাচারের কথাই মাথায় আসে। কিন্তু এবার সম্পূর্ণ উলটো ঘটনা। রাজস্থানের আলোয়ারের বাসিন্দা অজিত যাদব কর্মসূত্রে হরিয়ানায় থাকেন। তিনি অভিযোগ জানিয়েছেন, গত এক বছর ধরে তিনি ক্রমাগত স্ত্রীর হাতে নিপীড়িত হচ্ছেন। তাঁকে মারধর করা হচ্ছে মাঝে মাঝেই। এই নিয়ে এবার তিনি স্থানীয় আদালতের দ্বারস্থ হয়েছেন। একইসাথে তিনি তার অভিযোগের সমর্থনে ও তাঁর স্ত্রীর অত্যাচারের প্রমাণস্বরূপ একটি ভিডিও ফুটেজ জমা দেন আদালতে। তবে অজিত যাদব জানিয়েছেন, আগে তাঁদের মধ্যে কোন দাম্পত্য সমস্যা ছিল না। আপাতত আদালত এই মামলায় কি রায় দেয়, সেদিকে থাকছে নজর।
আরও পড়ুন: সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সিধু জেলে কী কাজ করবেন? জেনে নিন