পোর্টাল ডেস্ক: মুম্বইতে বিদ্বজনদের নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জনের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। তবে মেধা পাটেকর রাজ্যে মদ বন্ধ করা নিয়ে মমতার মতামত জানতে চাইতেই কার্যত এড়িয়ে যান তিনি। মেধার যুক্তি বিজেপি শাসিত রাজ্যে দেদার মদ বিক্রিকে উৎসাহ দেওয়ায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই মমতা যেহেতু মহিলাদের জন্য অনেক কিছু করেছেন সেক্ষেত্রে তার কি মত তা জানতে চান মেধা। যদিও মমতা এই প্রশ্নের উত্তরে কার্যত ঢুকতেই চাননি। যেখানে রাজ্য সরকার মদ বিক্রিকে উৎসাহ দিচ্ছে সেখানে এই প্রশ্নের উত্তর দেওয়া মুখ্যমন্ত্রীর পক্ষে অস্বস্তিদায়ক ছিল।
বরং মমতা বিজেপির পরবর্তীতে বিকল্প সরকার হলে তার দৃষ্টিভঙ্গি কী হবে তা নিয়ে কথা বলতে অনেক স্বচ্ছন্দ ছিলেন। অনেক প্রশ্নের উত্তর তিনি যেমন সোজা ব্যাটে দিয়েছেন। কিছু প্রশ্ন পাশ কাটিয়েছেন। তার মধ্যে ছিল মদ বিক্রি সংক্রান্ত প্রশ্নও। এদিন বিদ্বজনদের বৈঠকে উপস্থিত ছিলেন জাভেদ আখতার, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, মহেশ ভাট, শোভা দে-র মতো ব্যাক্তিত্ব। অনেকেই মমতাই প্রধানমন্ত্রীর মুখ কিনা সেই প্রশ্ন করেন যদিও সেইসব প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়েগিয়েছেন মুখ্যমন্ত্রী। বরং তিনি জানিয়ে দিয়েছেন আপাতত বিজেপিকে হারানোই প্রধান লক্ষ। পরবর্তীতে প্রধানমন্ত্রীত্ব নিয়ে ভাবা যাবে।