ডিজিটাল ডেস্ক : কিছুদিন আগেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে(Raj Thackeray) রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন, মসজিদ থেকে যদি মাইক না খোলা হয় তাহলে হনুমান চালিশা পাঠ করা হবে। রাজ ঠাকরে ঘোষণা করেছিলেন, ৪ তারিখ থেকে পরিস্থিতি কী হবে তার দায় তিনি নেবেন না। আর রাজ ঠাকরের ঘোষণা অনুযায়ী ৪ তারিখে মহারাষ্ট্র হয়ে রয়েছে থমথমে।কার্যত পরিস্থিতি নিয়ে উদ্বেগে মহারাষ্ট্র প্রশাসন। অন্যদিকে মহারাষ্ট্রের একটি আদালতে ইতিমধ্যেই রাজ ঠাকরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে গোলমালের আশঙ্কায় ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুলিশ কর্মীদের ছুটি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর থাকছে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন : কোপেনহেগেনে ঢোল বাজালেন মোদি