ডিজিটাল ডেস্ক: রমরমিয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল (IPL)। গ্রুপ লিগের খেলা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। জানা গিয়েছে, ২২ শে মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হচ্ছে। তারপর শুরু হতে চলেছে প্লে-অফ পর্ব। সে ক্ষেত্রে সূত্রের খবর, প্লে-অফের তিনটি ম্যাচই হওয়ার কথা ছিল আমেদাবাদে। কিন্তু শেষ পর্যন্ত কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাই এর মধ্যে প্লে-অফ ম্যাচ আয়োজন নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই এবং শেষ পর্যন্ত ইডেন গার্ডেনে দুটি প্লে-অফ ম্যাচ হতে চলেছে। খুব সম্ভবত আগামী ২৪ ও ২৫ শে মে দুটি প্লে-অফ ম্যাচ হতে চলেছে ইডেনে। ২৪ শে মে মঙ্গলবার ইডেনে হতে পারে প্রথম প্লে-অফ ম্যাচ, যেখানে পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুটি দল মুখোমুখি হবে। এবং পরের দিন ২৫ শে মে বুধবার হতে পারে দ্বিতীয় প্লে-অফ, যেখানে পয়েন্ট তালিকা তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হতে চলেছে। তৃতীয় প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ দুটোই হবে আমেদাবাদে। তবে এখনও পর্যন্ত এই পুরোটাই রয়েছে সম্ভাবনার তালিকায়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া এখনো বাকি। তবে ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, সম্ভাবনা যদি সত্যি হয়, তাহলে তা হবে অত্যন্ত উল্লেখযোগ্য।
কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী
Iকলকাতা: কলকাতায় ইসকনের রথযাত্রা (Rathyatra) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সেখানে উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহানও। এদিন...
Read more