ডিজিটাল ডেস্ক : রাজ্যে যখন পুরভোট নিয়ে তৃণমূল শিবিরের চাপানউতোর তুঙ্গে, সেসময়ের তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানের নিরাপত্তা তুলে নেওয়ার ঘোষণা করল নবান্ন। কার্যত বরাবরই জাহাঙ্গীর খানকে দেখা গিয়েছে তৃণমূলের হয়ে নির্বাচনে সক্রিয় ভূমিকা নিতে। বিধানসভা নির্বাচনের আগেও তিনি রীতিমতো প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। যা নিয়ে সেসময় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। জাহাঙ্গীর খান ২০১৮ সালে প্রায় বিনা প্রতিদ্বন্দিতায় পঞ্চায়েত সমিতির সভাপতি হন। বর্তমানে তিনি বজবজ এক এবং দুই পঞ্চায়েত সমিতি দেখভাল করেন। পাশাপাশি তিনি ফলতার যুব তৃণমূল সভাপতি। এহেন জাহাঙ্গীর খানের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা এবার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। নবান্নের তরফ থেকে এ কথা জানানো হয়েছে। তবে কেন জাহাঙ্গীর খানের নিরাপত্তা সরিয়ে নেওয়া হল, তা নিয়ে শুরু হয়ে গেছে তীব্র জল্পনা রাজ্য রাজনীতিতে। কার্যত এর পেছনে অন্য কোন সমীকরণ কাজ করছে কিনা, তাই নিয়ে বাড়ছে কৌতুহল।
আরও পড়ুন : তৃণমূলের বিরুদ্ধে এবার অবৈধ নির্মাণের অভিযোগ