ডিজিটাল ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই উঠে এসেছে একের পর এক নাম। সদ্যই গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। আগামী ৩ তারিখ পর্যন্ত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই খুলছে একের পর এক জট।
এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)। নদীয়ার সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’তাপস মন্ডল, কুন্তল ঘোষ এরা পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত। এদের জিজ্ঞাসা বাদ করে উঠে আসবে আরও নাম’। এরপরই সুকান্ত বলেন,’তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক আছেন বেশ ভালো গান টান করেন। তাঁর বাড়ির সমস্ত লোকজনই যুক্ত নিয়োগ দুর্নীতির সঙ্গে’। এখানেই উঠছে প্রশ্ন। নাম না করে কাকে খোঁচা দিলেন রাজ্য সভাপতি? ওয়াকিবহাল মহলের মতে, নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির। আর সে কারণেই বিভিন্ন সভা মঞ্চ থেকে সুর চরাচ্ছেন বিজেপির নেতারা।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন: মেলার মাঝে বিষাদ, শক লেগে মৃত্যু যুবকের