উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই পাকিস্তানে বসতে চলেছে এশিয়া কাপের(Asia Cup) আসর। বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে সেই টুর্নামেন্ট অংশ নেবে না ভারত। পাশাপাশি আগামী বছরেই ভারতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। আর এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে রীতিমতো হুমকি দিয়ে বসলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। রামিজ স্পষ্টতই জানিয়ে দিলেন, ‘এশিয়া কাপে যদি ভারত অংশ না নেয়, তবে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না।’
২০২৩-এ ভারতে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। তার ঠিক আগেই পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে যেতে অস্বীকার করায় চাপে পড়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এক সাংবাদিক সম্মেলনে পিসিবি’র চেয়ারম্যান রামিজ রাজা হুমকির সুরে বলেন, ‘এশিয়া কাপে ভারত যদি অংশ না নেয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। রামিজের দাবি পাকিস্তান ক্রিকেট দল গত দু’বছর ধরে ভাল ক্রিকেট খেলছে। আমাদের অবস্থান স্পষ্ট। ভারত এশিয়া কাপ খেলতে এলে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব। না হলে ওদের যা করার করতে দিন। এটুকু বলতে পারি, পাকিস্তানকে ছাড়াই সেক্ষেত্রে বিশ্বকাপ খেলতে হবে। আর পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে, তাহলে বিশ্বকাপ দেখার দর্শক খুঁজে পাওয়া যাবে না ভারতে। পাকিস্তানকে ছাড়া ভারতে বিশ্বকাপ ফ্লপ হবে। আমরা এই বিষয়ে আগ্রাসী মনোভাব নিয়েই চলব। আমাদের দল ভাল খেলছে। বড় দলকে হারাচ্ছে। টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে। বারবার বলেছি, পাক ক্রিকেট বোর্ডের আর্থিক উন্নতি তখনই হবে, যখন দল ভাল খেলবে।’ রামিজ রাজা আরও বলেন, ২০২১ টি২০ বিশ্বকাপে আমরা ভারতকে হারিয়েছি। গত এশিয়া কাপেও হারিয়েছি।’
এর আগে ২০০৯ সালে পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করেছিল। সে বছরই লাহোরে গদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের উপর নাশকতামূলক হামলা হয়েছিল। এ কারণে সব দেশই পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে ‘না’ বলে দেয়। এরপর ২০১৫ সালে জিম্বাবোয়ে একদিনের সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল। এরপর চলতি বছর অস্ট্রেলিয়াও গিয়েছিল। ইংল্যান্ড যাবে আগামী মাসে। কোনও সমস্যা নেই পাকিস্তানে। এবার রামিজ চাইছেন ভারতও আসুক এশিয়া কাপ খেলতে। নাহলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিল পিসিবি।
আরও পড়ুনঃ Brazil News | ব্রাজিলে স্কুলে গুলিবৃষ্টি, শিশু সহ নিহত ৩