জলপাইগুড়ি, ৩ মার্চঃ অনলাইনে টাকা ট্রান্সফারের প্রতারণার অভিযোগে মুম্বইয়ের এক মহিলাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি সাইবার থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর অগাস্ট মাসে জলপাইগুড়ি সাইবার থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন ওদলাবাড়িতে কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত সত্যেন যাদব নামে এক ব্যক্তি। তিনি জানান, অনলাইনে তিনি তাঁর বাবার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু তিনি জানতে পারেন সেই টাকা বাবার অ্যাকাউন্টে জমা হয়নি। এরপর সত্যেন্দ্রবাবু ইন্টারনেটের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানির একটি গ্রাহক পরিষেবার নম্বর পান। সেখানে ফোন করে তিনি তাঁর অভিযোগ বিস্তারিত জানান। সেখান থেকে সত্যন্দ্রবাবুকে একটি অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়। সেই অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে সত্যেন্দ্রবাবুর অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৬০ হাজার টাকা কেটে নেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে সম্প্রতি মুম্বইয়ে একটি চক্রের হদিশ পায় সাইবার থানা। সাইবার থানার অফিসার মনসুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মুম্বই যায়। মুম্বই পুলিশের সহযোগিতায় গত ২৯ তারিখ পুলিশের সহযোগিতায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানের স্থানীয় একটি আদালতে পেশ করে ৫ দিনের ট্রানজিট রিমান্ডে সোমবার রাতে জলপাইগুড়ি পৌঁছায় পুলিশের দলটি। এই বিষয়ে জেলা পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত চলছে।
ভ্রামরী দেবীর বাৎসরিক পুজো ও মেলার সূচনা
বেলাকোবা: বোদাগঞ্জে মাঘ পূর্ণিমাতে ৫১ পীঠ ত্রিশ্রোতা মা ভ্রামরী দেবীর মন্দিরের বাৎসরিক পুজো ও মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার...
Read more