রায়গঞ্জ, ১৬ জুনঃ সম্পত্তির লোভে শাশুড়িকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বউমার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে রায়গঞ্জের ইন্দিরা কলোনি এলাকায়। আহত শাশুড়ি আরতি দাস রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বউমা লক্ষ্মী দাসের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন আরতিদেবী। অপরদিকে, পালটা আরতিদেবীর বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীদেবী।
১০ কাটা জমি নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। এদিন সকালে লক্ষ্মীদেবী তাঁর শাশুড়ি আরতিদেবীকে ওই ১০ কাটা জমি নিজের নামে লিখে দেওয়ার কথা বলেন। কিন্তু এতে অস্বীকার করেন আরতিদেবী। অভিযোগ, এরপরই আরতিদেবীকে বেধড়ক মারধর শুরু করেন তাঁর বউমা। কোনক্রমে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের দ্বারস্থ হন আরতিদেবী। থানায় অভিযোগ দায়ের করেন। পরে তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়।
অন্যদিকে, পালটা শাশুড়ির বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন লক্ষ্মীদেবী। পুলিশ জানিয়েছে, শাশুড়ি ও বউমা একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। দু’জনেরই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার