বানারহাট: নদী থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। বানারহাটের চামুর্চি গ্রাম পঞ্চায়েতের ডিপা লাইন সংলগ্ন বুধনি নদী থেকে দেহটি উদ্ধার হয়েছে। মৃত মহিলার পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীতে দেহটি দেখতে পেয়ে চামুর্চি ফাঁড়িতে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।