পতিরাম: এক আদিবাসী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা এলাকায়।
এদিন বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ঘটনায় কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: পুকুর খুঁড়তেই উদ্ধার নবম শতকের সূর্য মূর্তি, নিয়ে গেল পুলিশ