পুণ্ডিবাড়ি: ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কোচবিহার-২ ব্লকের মধুপুর সংলগ্ন পুণ্ডিবাড়ি থানার যজ্ঞনারায়ণের কুঠি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মামুনি রায়(৩৪)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন : ১ জুন থেকে চালু হচ্ছে শিলিগুড়ি-ঢাকা রুটে মিতালী এক্সপ্রেস