কলকাতা: দাম্পত্য কলহের জের! মহেশতলায় গৃহবধূর রহস্যমৃত্যু। মৃতার বাবার বাড়ির অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। বেহালার সরশুনা থানার অন্তর্গত কাস্টলডাঙ্গা লিঙ্ক রোডের বাসিন্দা সুস্মিতা দেবনাথ। ২০২১ সালের অগাস্টে মহেশতলা পুরসভার ২৩ নম্বর নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুরের(Gangarampur) বাসিন্দা সুজয় দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তানও আছে। গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ, বিয়ের এক বছর কাটতে না কাটতেই দম্পতির মধ্যে ঝামেলা শুরু হয়। যার প্রভাব পড়ে দুই পরিবারে। সোমবার শেষবারের মতো মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল বাবার বাড়ির লোকেদের। পরে মেয়ের মৃত্যুর খবর প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন তাঁরা। যদিও মেয়ের শ্বশুরবাড়ি থেকে কেউই তাঁদের মৃত্যুর খবর জানায়নি। মঙ্গলবার মহেশতলা থানার পুলিশ সুজয়ের বাড়ি থেকে সুস্মিতার ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতার বাবার বাড়ির অভিযোগের ভিত্তিতে বুধবার সুজয়কে গ্রেপ্তার করে পুলিশ। এদিন অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হবে। যদিও সুজয়ের বাবা গৌতম দাস অশান্তির বিষয়টি অস্বীকার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ