হ্যামিল্টনগঞ্জ: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের হ্যামিল্টনগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত মহিলার নাম পূর্ণিমা হেমব্রম (৩৫)। বাড়ি হ্যামিল্টনগঞ্জের বিবেকনগরে।
পুলিশ ও আরপিএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি গামী ইন্টারসিটি এক্সপ্রেসে কাটা পড়েন ওই মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছোন হাসিমারা রেল স্টেশনের আরপিএফ জওয়ান ও আলিপুরদুয়ার জংশন জিআরপির কর্মীরা। মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, কিছুটা মানসিক অবসাদগ্ৰস্ত ছিলেন ওই মহিলা। জিআরপির তরফে ওই মহিলার পরিবারকে খবর দেওয়া হয়। হাসিমারা স্টেশনের আরপিএফ আধিকারিক এস কে মণ্ডল বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়েন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’