বালুরঘাট, ১ নভেম্বরঃ ইয়াবা ট্যাবলেট সহ এক বাংলাদেশি মহিলাকে আটক করল বিএসএফ। দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ যাওয়ার সময় চেকিং করতে গিয়ে ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করেন বিএসএফের ১৮০ ব্যাটালিয়নের জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ৮০০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। ওই মহিলাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।