আসানসোল: ডাউন জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত কামরায় কন্যাসন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। বর্তমানে মা ও মেয়ের ঠিকানা আসানসোল জেলা হাসপাতাল।
শনিবার পূর্ব রেলের আসানসোল (Asansol) ডিভিশনের আসানসোল স্টেশনে ঘটনাটি ঘটে। রেলের তরফে জানা গিয়েছে, আসানসোলের অদূরে কুমারডুবি স্টেশন আসার আগে ডাউন জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেসের এক টিকিট পরীক্ষককে কয়েকজন যাত্রী জানান, অসংরক্ষিত কামরায় এক মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছেন। সঙ্গে রয়েছে ওই মহিলার আরও দুই শিশু। কুমারডুবি স্টেশনে ঢুকতেই ওই টিকিট পরীক্ষক খবর পান যে, চলন্ত ট্রেনের মধ্যেই মহিলা এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। দেরি না করে ওই টিকিট পরীক্ষক খবর দেন আসানসোল রেলের কন্ট্রোলরুমে। সেই খবর পাওয়ার পর আসানসোল স্টেশনে সেই ট্রেন ঢোকার আগেই মেডিকেল টিম ও আরপিএফের মহিলা কর্মীরা অপেক্ষা করতে থাকেন। ডাউন জম্মু তাওয়াই-এক্সপ্রেস আসানসোল স্টেশনে আসা মাত্রই বিলম্ব না করে ওই মহিলা ও সদ্যোজাতের প্রাথমিক পরীক্ষা করেন রেলের চিকিৎসক। এরপরই ওই মহিলা ও শিশুকে স্টেশন থেকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে মা ও সন্তানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, মহিলার নাম উষা যাদব। তিনি উত্তরপ্রদেশ থেকে দুর্গাপুর আসছিলেন। রেলের তরফে মহিলার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে তাঁরা জেলা হাসপাতালে আসেন।
আরও পড়ুন : নিমতলায় কাঠের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন