বুনিয়াদপুর: রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। দক্ষিণ দিনাজপুরের(Dakshin Dinajpur) বংশীহারি জোড়দিঘি বাসস্ট্যান্ড এলাকায় রাজ্য় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম মালতি শীল (৪৮)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন মালতিদেবী। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ছোট গাড়ি তাঁকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় রাস্তার ধারে নয়ানজুলিতে গিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জানা গিয়েছে, গাড়িটি শিলিগুড়ি থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল। গাড়িটিকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পরই দ্রুত রাস্তায় স্পিড ব্রেকার বসানোর দাবি তোলেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ হাতির হামলায় মৃত্যু