উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক সিদ্ধান্ত মার্কিন প্রশাসনে। ফের এক ভারতীয় বংশোদ্ভূতকে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন(Joe Biden)। হোয়াইট হাউজের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন পদার্থবিদ আরতী প্রভাকর(Arati Prabhakar)। এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়েছেন বাইডেন। তবে সেনেট এখনও মনোনয়ন দেননি। এই সিদ্ধান্তকে সেনেট সিলমোহর দিলে আরতিই হবেন প্রথম যিনি এই পদে বসতে চলেছেন।
প্রসঙ্গত, আরতির জন্ম দিল্লিতে। মাত্র তিন বছর বয়সেই সপরিবারে আমেরিকায় পাড়ি সেন তাঁরা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক পাশ করেছেন আরতি প্রভাকর। পরবর্তীতে প্রথম মহিলা হিসেবে ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির ফলিত পদার্থবিদ্যায় পিএইচডি সম্পূর্ণ করেন তিনি। এরপর সেখান থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করেন। এই মুহূর্তে স্ট্যানফোর্ডের সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি ও ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের ফেলো এবং ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য আরতি। মনোনয়ন প্রসঙ্গে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ড. আরতি প্রভাকরকে ‘অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি’র ডিরেক্টর পদে মনোনীত করেছেন। ওই পদে আরতী যোগ দিলে তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রেসিডেন্টের পরামর্শদাতা হবেন।