নিশিগঞ্জ: স্ত্রীর অধিকার ফিরে পেতে ধর্নায় বসলেন মহিলা। কোচবিহার ১ (Coochbehar) ব্লকের পুরান চান্দামারি এলাকার ঘটনা। বৃহস্পতিবার দুপুর থেকে ন্যায় বিচারের দাবিতে ধর্নায় বসেছেন তিনি।
ওই মহিলার দাবি, পুরান চান্দামারি এলাকার এক ব্যক্তির সঙ্গে তিন বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে সংসার করেন ওই মহিলা। শ্বশুরবাড়ির বিরুদ্ধে তাঁর অভিযোগ, মহিলার স্বামী ভিন রাজ্যে কাজে চলে যাওয়ার পর তাঁকে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করা হয়। এরপর থেকে তাঁকে শ্বশুরবাড়িতে আসতে দেওয়া হয়নি। অভিযোগ, সম্প্রতি তাঁর স্বামী গ্রামে ফিরে এসে অন্যত্র বিয়ে করেন। এরপরই ন্যায় বিচারের দাবিতে এবং স্ত্রীর অধিকার ফিরে পেতে ধর্নায় বসেন তিনি। এদিকে বেগতিক বুঝে স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা জানান, তাঁরাই ওই মহিলার খাবার ব্যবস্থা করেন। বিষয়টি গ্রাম পঞ্চায়েত সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নজরে আনা হয়েছে।
আরও পড়ুন : তিস্তায় নৌকাডুবি: মাঝির খোঁজে জোর কদমে চলছে তল্লাশি