উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরচর্চা করতে করতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন এক যুবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ইকুয়েডরের (Ecuador) জোনা মাসকুলার জিমে ঘটনাটি ঘটেছে। জিমের সিসিটিভিতে গোটা ঘটনাটি ধরা পড়েছে।
গত ২৯ নভেম্বর ঘটনাটি ঘটেছে। মৃত যুবতীর নাম বেটসি ডায়ানা জারামিলো রামিরেজ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভারী লোহার পাত নিয়ে ওঠবস করছেন ২৮ বছরের ওই যুবতী। প্রশিক্ষকের নির্দেশ শুনেই তিনি ওই ভার নিয়ে ওঠাবসা করছিলেন। কয়েক সেকেন্ড পরই ভারী লোহার পাত হাতেই তাঁকে মাটিতে লুটিয়ে পড়ে যেতে দেখা যায়। আশপাশের সবাই ছুটে এসে তাঁকে ওঠানোর চেষ্টাও করেন। যদিও ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি ‘উত্তরবঙ্গ সংবাদ’।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুবতীকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁকে মৃত ঘোষণা করেন উপস্থিত চিকিৎসক। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান চিকিৎসকদের।
আরও পড়ুন: Peru’s First Female President | ক্ষমতায় ডিনা বোলুয়ার্তে, পেরু পেল প্রথম মহিলা প্রেসিডেন্ট