বামনগোলা: জলাশয় থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বামনগোলার (Bamangola) গুনাইডাঙ্গা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মাঞ্জিলি মুর্মু (৩০)। শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামনগোলার সায়েস্তাবাদ এলাকার বাসিন্দা ছিলেন মাঞ্জিলি মুর্মু। নিজের এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গুনাইডাঙ্গা এলাকায় ওই জলাশয়ের কাছে কেন গিয়েছিলেন ওই মহিলা সেটা স্পষ্ট নয়। তবে গতকাল জলাশয়ে তাঁর দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। মৃতদেহ ময়নাতদন্তর পরই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Inauguration Of Health Center | ৩টি প্রাথমিক স্বাস্থকেন্দ্রের উদ্বোধন পুরাতন মালদায়