গাজোল: এক রেলকর্মীর স্ত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ গাজোলের (Gajol) একলাখি এলাকায় ঘটনাটি ঘটেছে। রেলকর্মীদের আবাসন থেকে সামান্য দূরেই পড়েছিল দেহ। খবর পেয়ে সেখানে যান গাজোল থানার আইসি অক্ষয় পাল, ডিএসপি (ডি অ্যান্ড টি) মহম্মদ আজহার উদ্দিন খান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার গলায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। পায়ের দিকে একটি ওড়না বাঁধা ছিল। ঘটনাস্থল থেকে জন্ম নিরোধক ও ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। যা দেখে স্থানীয়দের একাংশের অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। যদিও পরিবারের তরফে এবিষয়ে পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি। রেলের গ্রুপ ডি কর্মী পদে কর্মরত মৃতার স্বামী ও তাঁদের ছোট ছেলেকে জিজ্ঞাসবাদের জন্য গাজোল থানায় নিয়ে গিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Dispute Over Land | জমি বিবাদের জেরে মারধর! মৃত্যু হল জখম বৃদ্ধের