নয়াদিল্লি: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-তে মহিলাদের যোগ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, এখন থেকে মহিলাদের এনডিএ-তে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনডিএ-র মাধ্যমে ভারতীয় সেনার জল, স্থল এবং আকাশ-এই তিন বিভাগে অফিসার নিয়োগ করা হয়। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, এনডিএ-তে মহিলাদের অন্তর্ভুক্তি নিয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা আনন্দের বিষয়। এই সংস্কার যে একদিনে সম্ভব নয়, তা তারা জানেন।