শিলিগুড়ি: নারীকেন্দ্রীক পুজো। পুজোর আয়োজক থেকে মৃৎ শিল্পী, এমনকী পুরোহিত সকলেই নারী। শিলিগুড়ি ডাবগ্রামের মাতৃকুটিরের পুজো তার অভিনবত্বে এভাবেই নজর কেড়েছে। অষ্টমীর সকালে মহিলা দ্বারা পরিচালিত মাতৃ কুটিরের সকালটাই ছিল অন্যরকম। এখানে আয়োজন করা হয় কুমারীপুজোর। পৌরহিত্যের দায়িত্বে শিখা চক্রবর্তী থাকলেও কুমারী পুজোর দায়িত্বে ছিলেন মাতৃকুটিরের পুজোর উদ্যোক্তা প্রিয়ম্বদা বিশ্বাস। প্রিয়ম্বদা নিজেই বিভিন্ন নিয়মাচারের মধ্যে পুজো সারেন। তিনি জানান, মেয়েদের সামাজিক স্বীকৃতি রয়েছে সম অধিকার রয়েছে কিন্তু সাহস করে আর ক জন এগোচ্ছে। তাদের সাহস জোগানোটাই মাতৃ কুটিরের প্রধান কাজ৷ পুজোর পুরোহিত শিখা চক্রবর্তীও এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
শিলিগুড়ির দাগাপুরে দখল হচ্ছে খেলার মাঠ! নিরুত্তাপ প্রশাসন
মাটিগাড়া: শিলিগুড়ির (Siliguri) কাছে দাগাপুর সংলগ্ন খেলার মাঠের একাংশ দখল করে বিক্রির অভিযোগ অভিযোগ উঠেছে। চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের সুকান্তপল্লি এলাকার...
Read more