রাঙ্গালিবাজনা: ধান কাটা থেকে শুরু করে আলুর বীজ বপন, পারিশ্রমিকের টাকার অংকে লিঙ্গবৈষম্যের শিকার মহিলারা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, ফালাকাটা (Falakata) সহ বিভিন্ন এলাকায় পুরুষদের দৈনিক পারিশ্রমিক সাড়ে ৩০০-৪০০ টাকা হলেও মহিলারা পাচ্ছেন ২৫০ টাকা করে। এমনকি আলু চাষে খরচ বেড়ে যাওয়ার অজুহাতে ফালাকাটার দেওগাঁওয়ে কোনও কোনও চাষি মহিলা শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করেছেন। ফলে মহিলাদের ক্ষোভ বাড়ছে।
এদিকে দেওগাঁওয়ের আলুচাষিদের অনেকেরই বক্তব্য, সারের মূল্যবৃদ্ধির জেরে বিঘা প্রতি আলু চাষের খরচ এক লাফে বেড়েছে। এর কোপ গিয়ে পড়েছে চাষের কাজে যুক্ত মহিলা কৃষি শ্রমিকদের পারিশ্রমিকের ওপর। একপ্রকার বাধ্য হয়ে মহিলাদের পারিশ্রমিকের টাকার অংক কমিয়েছেন তাঁরা, বক্তব্য আলুচাষিদের।
আলুর জমি চাষ ও চষা জমিতে বীজ বপনের জন্য লাইন টানার কাজ পুরুষরা করলেও বীজ বপনের কাজ সাধারণত মহিলাদের দ্বারাই করানো হয়। কারণ মহিলাদের কম পারিশ্রমিক দেওয়া হয়। বীজ বপনের কাজে পুরুষদের নিয়োগ করলে পারিশ্রমিক বাবদ মোটা খরচ হয়, কারণ পুরুষদের পারিশ্রমিকের টাকার অংক বেশি। মহিলা শ্রমিকদের অভিযোগ, টাকার অংক বাড়ানোর দাবি করলে চাষিদের অনেকেই অন্য জায়গা থেকে শ্রমিক আনার ভয় দেখাচ্ছেন। বাধ্য হয়ে নামমাত্র পারিশ্রমিকের টাকায় কাজ করছেন তাঁরা।
আরও পড়ুন : আতশবাজি থেকে বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড