গয়েরকাটা: দীর্ঘদিন ধরে একশো দিনের প্রকল্পে কাজের টাকা না মেলায় ভারত ভুটানগামী আন্তর্জাতিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল মহিলা শ্রমিকরা। মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ বানারহাট ব্লকের গয়েরকাটায় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। অবরোধের জেরে এশিয়ান হাইওয়েতে আটকে পড়ে অনেক দূরপাল্লার গাড়ি। ঘটনাস্থলে পৌঁছোয় বানারহাট থানার পুলিশ। অবশেষে পুলিশ ও তৃণমূল নেতাদের অনুরোধে অবরোধ তুলে নেন শ্রমিকরা। অবরোধের আগে সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দিয়ে প্রধানকে আটকে রাখা হয়।
শ্রমিকদের অভিযোগ, প্রায় ৬-৮ মাস হয়ে গেলেও তাদের পারিশ্রমিক মিলছে না। টাকা না মেলায় তাদের সংসার চালাতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে এব্যাপারে যোগাযোগ করা হলে তারা কোনও সদুত্তর দিচ্ছে না। তাই বাধ্য হয়ে তাঁরা এদিন পথ অবরোধে শামিল হয়েছে বলে জানান শ্রমিকরা।
আরও পড়ুনঃ একশো দিনের কাজ করেও মেলেনি টাকা, বিক্ষোভে শামিল শ্রমিকরা