বক্সিরহাট: মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোর ঋণ গ্রহণ ও তা সঠিকভাবে কাজে লাগানোর বিষয়ে প্রশিক্ষণ শিবির হল বক্সিরহাটে। শনিবার বক্সিরহাট সোনালী শিশুতীর্থের হল ঘরে ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েত জীবন সংগ্রামী মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ওই শিবির অনুষ্ঠিত হয়।
স্বনির্ভর গোষ্ঠীগুলোর ব্লক স্তরের প্রশিক্ষক কাকলি সাহা দাস জানান, ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিন এই প্রশিক্ষণ চলছে। শিবিরে স্বনির্ভর গোষ্ঠীগুলো ব্যাংকের মাধ্যমে যে ঋণ নিচ্ছেন তার হিসেব রাখা, সঠিকভাবে ব্যবহার করা ও সময় মতো তার পরিশোধ করা নিয়ে শিবিরে জেলার দুই সম্পন্ন ব্যক্তি শেফালী দাস ও গায়েত্রী বর্মন এদিন হাতে কলমে শিবিরে প্রশিক্ষণ দেন। তুফানগঞ্জ ২ ব্লকে বর্তমানে ৪০০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রতিটি গোষ্ঠীকেই দুই ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হবে।