ময়নাগুড়ি: চেরাই করা শাল কাঠ সমেত একটি গাড়ি আটক করল জলপাইগুড়ি বনবিভাগের রামশাই রেঞ্জ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ময়নাগুড়ি (Mainaguri) ব্লকের বাংলার ঝাড় এলাকা থেকে শাল কাঠ সমেত ওই গাড়িটি আটক করা হয়। রামশাই রেঞ্জের রেঞ্জার সুনীল রাই জানান, তাদের কাছে খবর ছিল গাড়িতে করে কিছু মানুষ চেরাই করা শাল কাঠ পাচারের জন্য জমা হয়েছে। সেই অনুযায়ী অভিযান চালিয়ে শাল কাঠ বোঝাই গাড়িটিকে আটক করা হয়। প্রায় লক্ষাধিক টাকার শাল কাঠ উদ্ধার হয়েছে বলে জানান রেঞ্জার। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
স্বপ্নপূরণ! রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে গান গাইলেন ময়নাগুড়ির পাপিয়া
ময়নাগুড়ি: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্লেব্যাক সিঙ্গার রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা ডুয়েট গাইলেন ময়নাগুড়ির পাপিয়া মিত্র ঘোষ। গত ৩ জুন কলকাতার...
Read more